ঢাকা ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২১
ভোলা : ভোলার চরফ্যাসনে ১৫১ পিস ইয়াবাসহ আকতার (৪০) ও সাগর (৩০) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৩ ফেব্রুয়ারি) বিকালে চরফ্যাসন সদরের হ্যালিপ্যাড সংলগ্ন এলাকায় গ্রেফতারকৃত আকতারের বাড়ি সংলগ্ন এলাকায় থেকে মাদক বিক্রির সময় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত আকতার পৌরসভা ১নং ওয়ার্ডের বাসিন্ধা ও সাগর ওসমানগঞ্জ ইউনিয়নের হাবিবুর রহমান হাবুর ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা পেশায় মাদক বিক্রেতা। দীর্ঘদিন যাবত তার মাদাক বিক্রি করে আসছিলেন এমন সংবাদ পুলিশের কাছে থাকলেও প্রমানের অভাবে তাদের গ্রেপ্তার করা যায়নি। বুধবার বিকালে গ্রেফতারকৃত আকতারের বাড়ির সামনে রাস্তার ওপর মাদক বিক্রি করছিলেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করা হয়েছে।
চরফ্যাসন থানার ওসি মো. মনির হোসেন মিয়া জানান, গ্রেফতারকৃত দুই জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক