ঢাকা ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২০
চট্টগ্রামের লোহাগাড়ায় নজুমুন্নেসা সরকারী প্রাথমিক ভোটকেন্দ্রে নির্বাহী ম্যজিস্ট্রেটের গাড়ীতে ককটেল হামলা চালিয়ে আসামিকে ছিনতাই করেছে দুষ্কৃতকারীরা। হামলায় সহকারী কমিশনারের গাড়ী চালক শাহেদ আহত হন।
আজ মঙ্গলবার দুপুরে, এ ঘটনা ঘটে। ওই ভোট কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী শাহাবুদ্দিন ও আওয়ামী লীগ প্রার্থী নুরুসসাফার অনুসারীরা বিশৃংখলা সৃষ্টি করে।
এ সময় লোহাগাড়া উপজেলার সহকারী কমিশনার নীলুফার ইয়াসমিনের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী মহিবুল্লাহ নামে একজনকে আটক করে। আটককৃত ব্যক্তি আওয়ামী লীগ প্রার্থীর অনুসারী বলে জানা গেছে। এ সময় স্থানীয়রা তাকে ছেড়ে দেয়ার জন্য বিক্ষোভ করতে থাকে।
পরে সহকারী কমিশনারের গাড়ীতে ককটেল হামলা চালিয়ে ওই আসামিকে ছিনিয়ে নেয়া হয়।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক