ঢাকা ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২১
ডাকাতি করে ফেরার পথে লুন্ঠিত মালামাল ও যন্ত্রাংশসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শনিবার গভীর রাতে বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় ।
গ্রেফতারকৃতরা হলো- বাকেরগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠী গ্রামের মৃত কাজেম সরদারের পুত্র জাহাঙ্গীর সরদার (৬০) একই গ্রামের বারেক হাওলাদারের পুত্র ফিরোজ হাওলাদার (৩২) ও উপজেলার নলচিড়া খানাবাড়ি গ্রামের আব্দুল মালেক জমাদ্দারের পুত্র তারেক জমাদ্দার (২০)। এরমধ্যে ডাকাত জাহাঙ্গীরের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছয়টি ডাকাতির মামলা রয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, শনিবার দিবাগত গভীর রাতে নলচিড়া এলাকায় সংঙ্ঘবদ্ধ ডাকাত দল ডাকাতি শেষে ফেরার পথে এলাকাবাসী ডাকচিৎকার দিলে টহল পুলিশ প্রথমে ডাকাত তারেককে আটক করতে সক্ষম হয়।
পরে তারেকের স্বীকারোক্তিমতে বিভিন্ন স্থানে পুলিশি চেকপোষ্ট বসিয়ে অপর দুই ডাকাত সদস্যকে লুন্ঠিত দুইটি ল্যাপটপ, একটি ট্যাপসহ ডাকাতির কাজে ব্যবহৃত যন্ত্রাংশসহ আটক করা হয়। এ ঘটনায় রোববার দুপুরে আটককৃতদের বিরুদ্ধে থানায় ডাকাতির মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক