ঢাকা ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৮ পূর্বাহ্ণ, মার্চ ৭, ২০২২
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অগ্নিদগ্ধ হয়ে আরবি আক্তার শিলা (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তার স্বামী মশিউর রহমান বিপ্লব (৪০)।
পারিবারিক সুত্রে জানা যায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক মশিউর রহমান প্রধান বিপ্লবের বাড়িতে সম্প্রতি সিলিন্ডার বিস্ফোরণ হলে স্ত্রী আরবি আক্তার শিলা ও তিনি মারাত্নকভাবে দগ্ধ হন। পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে প্রথম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের বগুড়ায় রিফার্ড করেন। সেখান থেকে তাদের বগাড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। কিন্তু অবস্থা গুরুতর হলে চিকিৎসকের পরামর্শ মোতাবেক উন্নত চিকিৎসার জন্য ঢাকা শেখ হাসিনা বার্ণ ইউনিট হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন থাকার পর রোববার সকালে শিলা মৃত্যুবরণ করেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক