গলাচিপায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার দায়ে গ্রেফতার ৫

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২২

গলাচিপায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার দায়ে গ্রেফতার ৫
নিউজটি শেয়ার করুন

 

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নুরু খান (৬০) হত্যা মামলার ৫ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (২৬ জুলাই) ভোররাতে উপজেলার চর কাজল ইউনিয়নের চর শিবা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলো- সমুন সরদার (২২), জুয়েল খান (২২), আমির হোসেন (৫০), ফরিদ বেপারী (২৫) ও নুর নাহার (২৭)। তাদের বাড়ি মুজিব নগর ও রড় শিবা এলাকায়।

 

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার মন্নান ভূইয়ার সঙ্গে নুরু খাঁনের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে গতকাল সোমবার রাত ৮ টায় চর কাজলের মুজিব নগরের চৌরাস্তায় নামক স্থানে নুরু খানকে কুপিয়ে হত্যা করে মন্নান ভূইয়ার ছেলে রনি ও তার বাহিনীর সদস্যরা।

 

এসময় পিতাকে বাঁচাতে গিয়ে আহত হয় তার ছেলে নোমান সহ ৩ জন। আহতদের চিকিৎসার জন্য বরিশাল (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এ ঘটনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আতিকুল ইসলাম এর নেতৃত্ব চৌকস ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঘটনাস্থলে গিয়ে রাত ৪ টার দিকে ৫ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। ওপর দিকে বাকি আসামিদের ধরার জন্য দুটি টিম অভিযান চালিয়ে যাচ্ছে।

 

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি)এম আর শওকত আনোয়ার জানান, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

 

তিনি আরো জানান, মৃতের ছেলে বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১০/১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। তারই ধারাবাহিকতায় আমরা ৫ জন আসামিকে গ্রেফতার করেছি। আসামীদের আদালতে প্রেরণ করা হবে এবং বাকী আসামিদের ধরার জন্য জোর অভিযান চলছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ