ঢাকা ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২২
পটুয়াখালীর গলাচিপায় খাবার খেয়ে দুই পরিবারের ৬ জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার গজালিয়া ইউনিয়নের দক্ষিণ হরিদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
শুক্রবার স্থানীয়রা উদ্ধার করে অসুস্থ হাচন ভানু (৮০), জোনাকী বেগম (২২), সাবিহা (২), মনিরা বেগম (৩৮), ইমা (১২) ও সাইদুল ইসলামকে (৩৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অসুস্থরা সকলে ওই গ্রামের বাসিন্দা।
রোগীর স্বজন সোহাগ ও ফোরকান গাজী জানান, বৃহস্পতিবার রাতের খাবার খাওয়ার কিছুক্ষণ পর তাঁরা অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান না ফেরায় শুক্রবার তাঁরা অসুস্থদের গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য মো. লিটন বিশ্বাস বলেন, দীর্ঘদিন ধরে অজ্ঞান পার্টির একটি চক্র এলাকায় বাসাবাড়ির লোকজনের খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে টাকাপয়সা, স্বর্ণালঙ্কার ও মোবাইলসেটসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যাচ্ছে। এই চক্রটিই ওই দুই পরিবারের সদস্যদের খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়েছে। যার ফলে তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন। চক্রটিকে ধরার জন্য আমরা তৎপর আছি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নোমান জানান, খাবারের সঙ্গে অতিমাত্রায় ঘুমের ওষুধ খাওয়ায় তারা অসুস্থ হয়ে পড়েছেন। রোগীরা এখন মোটামুটি সুস্থ আছেন।
এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক