ঢাকা ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২২
কোয়ার্টারেই থেমে গেল বিশ্বচ্যাম্পিয়ন যুবাদের বিশ্বকাপ ধরে রাখার মিশন। ভারতের বিপক্ষে পাঁচ উইকেটে পরাজিত হয়ে বিদায় নিতে হলো লাল সবুজ জার্সিধারীদের। বাংলাদেশের দেয়া ১১১ রানের জবাবে ৫ উইকেট ও ১১৫ বল হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করে ভারত।
বাংলাদেশ যুবাদের দেয়া অল্প রানের জবাবে শুরুতে কিছুটা বিপদেই পড়েছিল ভারত।
ইনিংসের দ্বিতীয় ওভারেই ৩ বলে ০ রান করে তানজিম হাসান সাকিবের বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন হারনর সিং। রানের খাতা খোলার আগেই ভারত হারায় তাদের প্রথম উইকেট।
এরপর দলকে এগিয়ে নেয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন শেখ রশিদ ও আঙ্কিশ রাঘুবংশী। দুজন মিলে গড়েন ৭০ রানের জুটি। ৫৯ বলে ২৬ রান করা শেখ রশিদকে সাজঘরে ফেরানোর মধ্য দিয়ে সেই জুটি ভাঙেন রিপন মণ্ডল।
এক ওভার বাদেই ৬৫ বলে ৪৪ রান করা রাজবংশীও শিকার হন রিপনের। এরপর ৯৭ রানের ভেতর আরও দুই উইকেট ফেলে ম্যাচে ফেরার সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশ। ততক্ষণে সর্বনাশ যা হওয়ার সেটি হয়েই গেছে।
ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতার কারণে বোলাররা বেশি কিছু করতে পারেনি। এর ফলে ১১৫ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় ভারত।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।
৩ রানেই হারায় বাংলাদেশের প্রথম উইকেট, সেই শুরু। এরপর দলের স্কোরবোর্ডে ৫৬ রান তুলতে ৭ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।
এমন অবস্থায় লোয়ার অর্ডারের এসএম মেহরব আর আশিকুর জামানের দায়িত্বশীল ব্যাটিংয়ে ১০০ রানের নিচে অলআউট হওয়ার লজ্জা এড়ায় বাংলাদেশ। মেহরব ৪৮ বলে ৬ বাউন্ডারিতে ৩০, আর আশিকুর ২৯ বলে করেন ১৬ রান।
শেষ পর্যন্ত ১১১ রানেই থামতে হয় বাংলাদেশের যুবাদের। ভারতের হয়ে ৩ উইকেট নেন রাবি কুমার। ২ উইকেট শিকার করেন ভিকি ওস্তাল।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক