ঢাকা ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, জুন ১৫, ২০২৫
পটুয়াখালীর কুয়াকাটায় আবাসিক হোটেলে জুয়ার আসর থেকে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ জুন) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুয়াকাটার আবাসিক হোটেল ‘সুপারস্টার’ থেকে তাদেরকে আটক করে মহিপুর থানা পুলিশ।
আটককৃতরা হলেন, মৎস্য ব্যবসায়ী ইউসুফ হাওলাদার, কলাপাড়ার রহমতপুর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে আবুল কালাম আজাদ, বরগুনার মাইঠা গ্রামের সুলতান মিয়ার ছেলে লিটন, একই এলাকার আব্দুল আজিজের ছেলে মাসুদ এবং আলিপুর গ্রামের মৃত সোমেদ সিকদারের ছেলে টুকু সিকদার।
অভিযানের সময় কুয়াকাটার মৃত আশ্রাব হাওলাদারের ছেলে বায়েজিদ পালিয়ে যায় বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে হোটেল সুপারস্টারে গোপনে জুয়ার আসর বসে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়। ঘটনাস্থল থেকে জুয়া খেলার নগদ ৬২ হাজার ৫২ টাকা এবং একটি রঙিন ‘আলফা ডন’ তাসের সেট জব্দ করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে হোটেলটির মালিক ও ম্যানেজার পালিয়ে যান।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করি। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতকদের গ্রেফতারে অভিযান চলছে।’
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক