কুয়াকাটায় মায়ের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৩

কুয়াকাটায় মায়ের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা
নিউজটি শেয়ার করুন

 

 

পটুয়াখালীর কুয়াকাটায় মায়ের সঙ্গে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে তানিয়া আক্তার নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে।সোমবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দেক কুয়াকাটার ১ নম্বর ওয়ার্ডের ৬০ ঘর এলাকায় এই ঘটনা ঘটে।

 

 

তানিয়া কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা কবির হাওলাদার পেশায় একজন অটোচালক। পারিবারিক সূত্রে জানা গেছে, মায়ের সঙ্গে অভিমান করে ওই শিক্ষার্থী ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

 

 

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহিপুর থানার (ওসি) খোন্দকার মো. আবুল খায়ের বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি হত্যা নাকি আত্মহত্যা এখনই তা বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ