ঢাকা ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২১
পটুয়াখালীর কুয়াকাটার নবীনপুরে যশোরগামী পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে গেছে। এতে ১৩ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (০৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন-পটুয়াখালীর মাসুদ রানা, খুলনার মো. ইমরান হোসেন, সুমন, মনিরা, মো. আশিক, যশোরের মো. জাহাঙ্গীর, প্রান্ত ও মারুফ, নড়াইলের নাইম এবং নাটোরের আলম। তারা বেশির ভাগই কুয়াকাটা ভ্রমণে এসেছিলেন।
মহিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আবুল খায়ের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে কলাপাড়া ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় গাড়িটি উদ্ধার করা হয়। তবে গাড়ির চালক এবং সহকারীকে পাওয়া যায়নি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক