ঢাকা ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২২
পটুয়াখালীর আলীপুরে কুয়াকাটা সংলগ্ন সাগরে জেলেদের জালে ধরা পড়েছে ৪টি পাখি মাছ বা সেইল ফিশ। যা বিক্রি হয় ১৩ হাজার টাকায়। মঙ্গলবার (৯ আগস্ট) বিকেলে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে এই মাছ চারটি নিয়ে আসেন আবু কালাম আকন নামের এক জেলে।
পরে বন্দরের আল-আমীন নামের এক আড়তদার মাছগুলো কিনে রাখেন। এসময় মাছগুলো দেখতে ভিড় জমান স্থানীয়রা।
আড়তদার আল-আমীন জানান, এই মাছগুলো বেশ দ্রুত গতিসম্পন্ন তাই স্থানীয়রা একে পাখি নামেও চেনেন। বছরের এই মৌসুমে মাছগুলো সাগরে জেলেদের জালে ধরা পরে। বেশ সুস্বাদু হওয়ায় এই মাছের চাহিদা অনেক। আজ মাছ চারটি ১৩ হাজার টাকায় কিনে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেছি, আশা করছি ভালো দাম পাবো।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, মাছগুলো খেতে বেশ সুস্বাদু হওয়ার দেশের বাইরে বেশ চাহিদা রয়েছে। এর ইংরেজিতে নাম সেইল ফিস।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক