কিশোরগঞ্জে অবরোধে ত্রিমুখী সংঘর্ষ, কৃষক দলের সভাপতি নিহত

প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৩

কিশোরগঞ্জে অবরোধে ত্রিমুখী সংঘর্ষ, কৃষক দলের সভাপতি নিহত
নিউজটি শেয়ার করুন

 

কিশোরগঞ্জের ভৈরব, কুলিয়ারচর উপজেলা ও জেলা সদরের চৌদ্দশত গ্রামে পুলিশ-বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহতসহ আহত হয়েছেন প্রায় শতাধিক।

 

 

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে কুলিয়ারচরে অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক জন নিহত হন। ।

 

 

 

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের নাম বিলাল মিয়া। তিনি ছয়সূ‌তি ইউনিয়ন কৃষক দলের সভাপতি।

 

 

 

পুলিশ সুপার জানান, বিএনপি ও জামাতের অবরোধের প্রথম দিনে কিশোরগঞ্জের ভৈরবেও আওয়ামী লীগ-বিএনপি ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ, বিএনপির কার্যালয় ভাঙচুর হয়। এতে সাংবাদিকসহ আহত হন ১৫ জন।

 

 

অবরোধকারীরা রাস্তায় বেড়িকেট সৃষ্টি করলে পুলিশ তাদের সারানোর চেষ্টা করে। এ সময় তারা পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও রাবার বুলেট নিক্ষেপ করে। এসময় বিলাল মিয়া নামে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে। বর্তমানে এলাকায় বিপুল সংখ‌্যক পু‌লিশ মোতায়েন করা হয়েছে।

 

 

এছাড়া, সকালে ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড় এলাকায় ভৈরব উপজেলা বিএনপি সড়কে অবরোধ পালনে জন্য দলবেধে আসলে তখন উপজেলা ও পৌর আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা শুরু হয়। এসময় পুলিশও বিএনপি নেতাকর্মীদের ধাওয়া দেয়। পরে বিএনপির নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে সংঘর্ষ শেষে আওয়ামী লীগ কর্মীরা উত্তেজিত হয়ে বিএনপির অস্থায়ী কার্যালয় ভাঙচুর করেন।

 

 

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানান, সকালে দুর্জয় মোড় এলাকায় আওয়ামী লীগ বিএনপির মধ্য ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। দুর্জয় মোড় এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা রয়েছেন বলে তিনি জানান।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ