ঢাকা ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৩
জিহাদুল ইসলাম, কালিয়া নড়াইল:: নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ী বাজার এলাকায় কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ব্যাংক বংলাদেশ লিমিটেড। ৩০ জানুয়াী (সোমবার) সকাল ১১টায় চাচুড়ী বাজার এজেন্ট আউটলেটে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় স্থাণীয় ৪টি মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষাথীদের সম্মাননা ক্রেষ্ট ও ইসলামী ব্যাংকের ক্যালেন্ডার উপহার দেওয়া হয়।
ইসলামী ব্যাংক, চাচুড়ী বাজার আউটলেটের মালিক মোঃ রিপন মোল্যার সঞ্চালনায় ও ইসলামী ব্যাংকের নড়াইল শাখার এসপিও এবং ম্যানেজার অপারেশন মোঃ ইয়াসির আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের নড়াইলের শাখা প্রধান ও এফএভিপি মোঃ খুরশীদ আলম, বিশেষ অতিথি ছিলেন পুরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিরুল ইসলাম মনি, চাচুড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মেলজার হোসেন ভূঁইয়া, বাবরা-হাচলা ইউনিয়নের চেয়ারম্যা মোঃ মোজাম্মেল হোসেন পিকুল, পাঁচগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান এস. এম সাইফুজ্জামান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী মোল্যা, পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার ঘোষসহ কৃতি শিক্ষার্থী ও অভিভাকরা।
বক্তারা কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে আগামীতে এ ধারা অব্যাহত রাখার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন এবং স্মার্ট বাংলাদেশ গঠনে ইসলামী ব্যাংকের ভুমিকা, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সুবিধা প্রদান, ফরেন রেমিটেন্সসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। পাশাপাশি সকলকে ইসলামী ব্যাংকের সাথে থাকার আহব্বান জানান।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক