ঢাকা ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২২
কাঠালিয়া প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া পনু মিয়ার ছেলে আলাউদ্দিন সিকদার ও মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন বাচ্চু সিকদারের এবং তাদের দলবল নিয়ে যোর পূর্বক কাঠালিয়া সদর ইউনিয়নের করিম মৃধার ওয়ারিশ সংরক্ষিত মহিলা সদস্য ও মহিলা আওয়ামীলীগের সভানেত্রী সাবিনা ইয়াসমিন, এবং প্রধান শিক্ষক এমাদুল হকের স্ত্রী ইসরাত জাহান লিলির ওয়ারিশ সূত্রে মালিকানাধীন জমি দখলের চেস্টার অভিযোগ করেন ইউপি সদস্য সাবিনা ও লিলি বেগম।
সাবিনা সাংবাদিকদের জানান আমার নানা শশুর করিম মৃধা এবং মোঃ এমাদুল হক পিতা শাহজাহান মৃধা কাঠালিয়া উপজেলার পনু মিয়ার কাছ থেকে ২২/১২/১৯৭০ সনে কাঠালিয়া মৌজার ৩২২ খতিয়ানের ১৮৬২, ১৮৬৩ দাগের ২২ শতাংশ সম্পত্তি থেকে পনু মিয়ার মালিকানা থাকা ৫.০০ শতাংশ জমি সাব কবলা করেন। ওয়ারিশ সূত্রে উক্ত জমির অংশীদার আমি। দীর্ঘদিন যাবত জমি আমাদের দখলে থাকা সত্ত্বেও আলাউদ্দিন ও মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আমাদের জমি যোর পূর্বক দখলের চেস্টা করেছে, এবং আমাদের ঘরের পিছন ভেঙে তারা ওয়াল করেছে। ২২/০৩/২০২২ তারিখ ৫১ ধারায় এই জমির দখলে থাকা ৭ জনের নামে অন্যায় ভাবে আদালতে মামলা করেছেন আলাউদ্দিন ও গিয়াস, মামলা নং দেং মোং ৫১/২০২২। অনুপায় হয়ে আমরা ১৭/০৪/২০২২ তারিখে আদালতে মামলার বিপক্ষে বর্ননা দিয়েছি। মামলাটি সম্পূর্ণ মিথ্যা এবং অযৌক্তিক।
করিম মৃধার মৃত্যুতে ওয়ারিশ সূত্রে জমির মালিক এমাদুল হকের স্ত্রী ইসরাত জাহান লিলি জানান, আমি বর্তমানে এই জমিতে বসবাস করি। আমার ভাড়াটিয়া কাজি মোস্তাফিজুর রহমান। এমত অবস্থায় আমাকে যোর পূর্বক ঘড় থেকে বের করে দেওয়ার হুমকি সহ প্রকাশ্যে নানা ধরনের ভয় ভিতি দিয়ে আসছে প্রতিপক্ষরা। ১৭ এপ্রিল দুপুরবেলা গিয়াস সিকদার পিতা পনু সিকদার, মোশারফ খান সহ ৮/১০ জন লোক নিয়ে অস্রসহ আমার উপর হামলা করতে আসে। নিরুপায় হয়ে আমি জাতীয় যোরুরী শেভা ৯৯৯ কল দিয়ে পুলিশের সহযোগীতা চাইলে তাৎক্ষণিক পুলিশ এসে আমাকে সহযোগীতা করেন।
এ বিষয়ে আলাউদ্দিন সিকদার ও মুক্তিযোদ্ধা গিয়াস সিকদার আদালতের মামলার বিবরণে বলেন, পনু মিয়া কোনো জমি বিক্রি করেন নাই করিম মৃধা একটি জাল দলিল করে এই সম্পত্তি গায়ের যোরে দখল করেছে। এখন আমরা আদালতের আশ্রয় নিয়েছি আশা রাখি আমরা রায় পাবো।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক