কলাপাড়ায় পৌর মেয়রের উদ্দ্যোগে অক্সিজেন সিলিন্ডার প্রদান

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২২

নিউজটি শেয়ার করুন

 

পটুয়াখালীর কলাপাড়ায় করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় এবং রোগীর দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করতে কলাপাড়া হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার।

বৃহস্পতিবার দুপুরে পৌরসভা ভবনের সামনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদারের হাতে ১০টি অক্সিজেন সিলিন্ডারসহ চিকিৎসা সরঞ্জামাদি তুলে দেন পৌর মেয়র।

 

কলাপাড়া হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা বৃদ্ধির সাথে করোনায় আক্রান্তের সংখ্যাও বাড়ছে। তাই হাসপাতালে ভর্তি রোগীরা যাতে শ্বাসকষ্টে না ভোগে এজন্য নিজ উদ্যোগে এ গ্যাস সিলিন্ডার ও অক্সিমিটার প্রদান করা হয় বলে মেয়র বিপুল চন্দ্র হাওলাদার জানান।

 

এসময় কলাপাড়া পৌরসভার কাউন্সিলর হুমায়ুন কবির, মাহবুব আলম, খায়রুল হাসনাত খালিদ উপস্থিত ছিলেন।

 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার বলেন, করোনার শুরু থেকেই পৌরসভা তাদের সব ধরনের সহযোগীতা করছে। এখন করোনার তৃতীয় ঢেউ শুরু হওয়ায় প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। তাই রোগীদের টিকিৎসা প্রদানে এ অক্সিজেন সিলিন্ডার তাদের সহায়তা করবে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ