ঢাকা ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২২
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় জামাল ফরাজি (৫০) নামের এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার দক্ষিণ চরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জামাল ফরাজি ওই গ্রামের মৃত লতিফ ফরাজির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে গরু নিয়ে মাঠে বের হন জামাল ফরাজি। একই সঙ্গে স্ত্রী পাশের ক্ষেতে ডাল তুলতে যান। পরে গাছের সঙ্গে জামালে ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
মিঠাগঞ্জ ইউপি চেয়ারম্যান হেমায়েত উদ্দিন হিরণ জানান, প্রায় ১০ ফুট উচ্চতার একটি রেইনট্রি গাছের সঙ্গে জামালকে ঝুলতে দেখে স্থানীয়রা আমাকে জানায়। পরে আমি কলাপাড়া থানা পুলিশকে অবহিত করি।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত করে পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক