করোনায় ২৪ ঘণ্টায় আরও ২০ জনের মৃত্যু, শনাক্ত ২২৭৩

প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২০

নিউজটি শেয়ার করুন

 

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। নতুন করে দুই হাজার ২৭৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এনিয়ে দেশে মোট করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ছয় হাজার ৫৪৪ জনে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ৫৮ হাজার ৭১১ জনে।

 

আজ শুক্রবার (২৭ নভেম্বর) দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

দেশে করোনার প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

 

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ২৫তম স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ৩৩তম অবস্থানে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ