ঢাকা ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৭ পূর্বাহ্ণ, নভেম্বর ১৯, ২০২০
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু করোনায় আক্রান্ত হয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) রাতে তাকে ঢাকার আলী আজগর হাসপাতালে ভর্তি করার জন্য রংপুর থেকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় আনা হয়েছে।
হাফিজুর রহমান বাবলা গণমাধ্যমকে জানান, কিছুদিন ধরে অসুস্থতা অনুভব করলে লালমনিরহাটের নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন তিনি।
বুধবার সকালে তাকে রংপুরের ডক্টরস ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে সন্ধ্যায় করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা পাঠানো হয়েছে।
এদিকে বিএনপি নেতা আসাদুল হাবিব দুলুর রোগমুক্তি কামনায় আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টায় জেলা বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক