ঢাকা ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২০
আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জেন্স স্পাহন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা শনাক্তের পর তাৎক্ষণিকভাবে আইসোলেশনে গেছেন তিনি। এখন পর্যন্ত তার শুধুমাত্র ঠাণ্ডার মতো লক্ষণ রয়েছে।বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার স্পাহনের সঙ্গে একটি বৈঠকে অংশ নেয়া সত্ত্বেও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের মন্ত্রিসভার কেউই সেলফ-আইসোলেশনে যাবেন না। তবে স্পাহনের সংস্পর্শে আসা সবাইকে তার করোনা আক্রান্ত হওয়ার খবর জানানো হয়েছে।
জার্মান সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, ফেডারেল মন্ত্রিসভা স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের নিয়ম মেনেই বৈঠকে করেন। এর ফলে বৈঠকে অংশ নেয়া কোনো ব্যক্তির যদি করোনা পজিটিভ হয় সেক্ষেত্রে অন্য কোনো অংশগ্রহণকারী সবার কোয়ারেন্টাইনের প্রয়োজন হবে না।
স্বাস্থ্যমন্ত্রী স্পাহনের আক্রান্ত হওয়ার খবর জানানো হলে তার দ্রুত আরোগ্য কামনা করেন অ্যাঙ্গেলা মেরকেল। একই ধরনের বার্তা দিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস। এক টুইটার বার্তায় স্বাস্থ্যমন্ত্রীর জন্য শুভ কামনা জানিয়েছেন তিনি।
সূত্র- ডয়চে ভেলে
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক