করোনা পজেটিভ মাহমুদুল্লাহ, নেগেটিভ সাকিব

প্রকাশিত: ১০:১৪ পূর্বাহ্ণ, নভেম্বর ৮, ২০২০

নিউজটি শেয়ার করুন

 

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দলের সব ক্রিকেটারদের করোনা টেস্ট করা হচ্ছে। তারই অংশ হিসেবে কোডিভ টেস্ট করেছেন সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ। রিপোর্ট সাকিবের করোনা নেগেটিভ আসলেও মাহমুদুল্লাহ’র পজেটিভ এসেছে।

 

শনিবার রাতে সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ নিজেরাই বিষয়টি জানিয়েছেন।

 

এর আগে শনিবার বিকেলে নিজ বাসভবনে সাকিব করোনা পরীক্ষার নমুনা দিয়েছিলেন।

 

করোনা পরীক্ষায় নেগেটিভ হওয়ায় ৯ নভেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের জন্য ফিটনেস পরীক্ষা দেয়ার কথা রয়েছে সাকিবের।

 

আগামী ১০ নভেম্বর পিসিএলে খেলতে পাকিস্তান যাওয়ার কথা ছিল মাহমুদুল্লাহ রিয়াদের। করোনা পজেটিভ হওয়ায় এখন তাকে আইসোলেশনে থাকতে হবে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ