ওজন কমিয়ে আকর্ষণীয় ফিগার নিয়ে আসছেন দীঘি

প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২২

নিউজটি শেয়ার করুন

 

নবকন্ঠ ডেস্ক, বরিশালঃ মোটা হয়ে যাওয়ার কারণে সমালোচকদের কথা শুনতে হয় দীঘির। করোনাকালে ঘরবন্দি হওয়ার কারণে নিজের ওজন বেড়ে গিয়েছে বলে জানিয়েছিলেন নায়িকা। তবে এবার আর স্থুল ফিগার নয় বরং আকর্ষণীয় ফিগার নিয়েই হাজির হবেন দীঘি।

 

তাই কিছুদিন আগে নতুন এক জিম সেন্টারে যাচ্ছেন এ তারকা। এমনকি মেনে চলছেন কড়া ডায়েট। দীঘির ভাষ্য, মানুষের অনেক কথাই তো শুনতে হয়েছে। অবশ্য তারা আমাকে পছন্দ করে বলেই এমনটা বলছে। এবার শরীরচর্চায় ফোকাস করছি।

 

দীঘি মনে করেন, নিয়মিত শরীরচর্চা করলে মন ভালো থাকে, আত্মবিশ্বাসও নতুন জিম সেন্টারটি ধানমন্ডিতে অবস্থিত। গত এক সপ্তাহ ধরে সেখানে নিয়মিত জিম করছি। দৈনিক দুই থেকে আড়াই ঘণ্টা সময় দিতে হচ্ছে। বেশ সুফল পাচ্ছি।

 

দীঘি জানান, একজন ট্রেনারের নিয়ন্ত্রণে আছেন। তার পরামর্শে খাবার তালিকায় অনেক পরিবর্তন আনতে হয়েছে তার। বলেন, তিনি আমাকে একটা ডায়েট চার্ট দিয়েছেন। খুবই সীমিত খাবার। শুরুতে এক কষ্ট লাগলেও হলেও ধীরে ধীরে মানিয়ে নিয়েছি। শিগগির সুফল পাবো।

 

তবে ওজন কত কেজিতে আনাতে চান সেটি এখনই বলতে চাইলেন না দীঘি। তিনি বলেন, এটা এখন বলবো না। আমি একটা মাইন্ড সেটআপ করেছি। নির্দিষ্ট সময়ে আমার টার্গেটে পৌঁছাতে হবে। সবার কাছে দোয়া চাই যাতে ওই সময়ের মধ্যে আমি আমার আল্টিমেট গোলটা অর্জন করতে পারি।

 

হঠাৎ করে ওজন কমানোর নেপথ্যে নতুন কোনো রহস্য আছে কিনা জানতে চাইলে দীঘি বলেন, রহস্য তো আছেই। চমক দেবো, সব রহস্য উন্মোচন করবো। একটু অপেক্ষা করতে হবে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ