ঢাকা ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, মে ২৬, ২০২২
বরিশালে ট্রাকচাপায় মাওলানা আক্তার হোসেন (৪৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মে) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ক্যাডেট কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাওলানা আক্তার হোসেন উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও জুগিরকান্দা দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক পলাতক রয়েছেন।
জানা গেছে, বরিশাল থেকে বিএনপির সমাবেশ শেষ করে মোটরসাইকেলযোগে বাড়ির দিকে যাত্রা করেন আক্তার হোসেন। পথিমধ্যে ক্যাডেট কলেজ সংলগ্ন রেজিস্ট্রার অফিসের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক