ঢাকা ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ণ, জুলাই ২৮, ২০২১
নিজস্ব প্রতিবেদনঃ উজিরপুরে করোনাভাইরাস মোকাবেলার পাশাপাশি ডেঙ্গুজ্বরের বাহক এডিস মশা নির্মূলের জন্য মশকনিধন কর্মসূচির উদ্যোগ নিয়েছেন পৌর মেয়র।
২৭ জুলাই মঙ্গলবার সকালে ফগার মেশিন চালিয়ে মশক নিধন কর্মসুচির উদ্ধোধন করেন উজিরপুর পৌরসভার মেয়র ও উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বেপারী।
এ সময় মেয়র বলেন, উজিরপুর পৌরসভায় ডেঙ্গু মশা নির্মূলের জন্য আগাম ব্যবস্থা নেয়া হয়েছে। এর আগে করোনাভাইরাসের প্রকোপ রোধেও আগাম ব্যবস্থা নেয়া হয়। এডিস মশা নির্মূলের জন্য প্রতিটি পাড়া মহল্লায় এডিস মশার ওষুধ ছিটানো হবে।
তিনি পৌরবাসীকে পরিচ্ছন্ন থাকার আহ্বান জানিয়ে বলেন, ডেঙ্গু প্রতিরোধে নগরীর প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে। নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সেই সঙ্গে নাগরিকদের জানমাল রক্ষায় পৌরসভার সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দেন।
এ-সময় আরো উপস্থিত ছিলেন উজিরপুর চেম্বার অফ কমার্সের সভাপতি শামসুল হক সিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, শিকারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সরোয়ার হোসেন, উজিরপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ সহ আরো অনেকে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক