উজিরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২২

নিউজটি শেয়ার করুন

 

উজিরপুর প্রতিনিধিঃ দেশ ব্যাপী দ্রব্য মুল্যের লাগামহীন উর্ধগতি ও খালেদা জিয়ার মুক্তির দাবীতে কেন্দ্র ঘোষিত কর্মসুচির অংশ হিসেবে উজিরপুর উপজেলা বিএনপি ও পৌর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

৫ মার্চ শনিবার বেলা ১১ টায় উপজেলা বিএনপির কার্যালয়ে সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি আঃ মাজেদ তালুকদার মান্নান মাষ্টারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান বাদশার সঞ্চালনায় বক্তৃতা করেন সাধারন সম্পাদক মোঃ হুমায়ন খান, সহ সভাপতি এস.এম আলাউদ্দিন, পৌর বিএনপির সাধারন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম খান, রোকনুজ্জামান টুলু।

 

উপস্থিত ছিলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন বালী, সিনিয়র সহ সভাপতি ইদ্রিছ বালী, উপজেলা যুবদলের আহবায়ক আফম শামসুদ্দোহা আজাদ, সদস্য সচিব পনির হোসেন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুব গোমস্তা, উপজেলা শ্রমীক দলের সভাপতি মোঃ শাহাদাত হোসেন, পৌর যুবদলের আহবায়ক মোঃ শাহাবুদ্দিন আকঁন সাবু, সদস্য সচিব প্রিন্সসহ সকল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের ৫শতাধিক নেতাকর্মী।

 

এদিকে বিক্ষোভ- সমাবেশকে ঘিরে সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে উপজেলার মুক্তিযোদ্ধা চত্তরে জড়ো হলে পুলিশ বাধা দেয়। পরে নেতাকর্মীরা তাদের কর্মসুচি সফল করার লক্ষ্যে বিভিন্ন অলিগলি দিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সমাবেশে করে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ