ঢাকা ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২২
ঢাকা -বরিশাল মহা সড়কের উজিরপুর উপজেলার নতুন শিকারপুর – আটিপাড়া রাস্ত্রার মাথায় মধ্যবর্তী স্থানে,বরিশাল থেকে ঢাকা গামী হানিফ পরিবহনের একটি বাস ও ডাব নারিকেল বোঝায় ১টি পিকাপ গাড়ি দুর্ঘটনা ঘটে ঠিক ঐ মুহূর্তে ঢাকা থেকে বরিশাল গামী এলমুনিয়াম বোঝায় ১টি পিকাপ ও ১মাহেন্দ্র খাদে পড়ে ৫ জন গুরুতর আহত হয়েছেন বলে জানান স্থানীয়রা।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।মঙ্গলবার (৯ আগষ্ট) সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
উজিপুর মডেল থানা ও গৌরনদী হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে যান চলাচল স্বাভাবিক করেন। তবে আহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।উজিরপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত )মোঃ মমিন উদ্দিন জানান- ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং আহতদের খোঁজ খবর নেয়া হচ্ছে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ শেখ বেলাল হোসেন জানান দুর্ঘটনা কবলিত গাড়ি গুলোর সবাই ওভার স্পিডে ছিল ঠিক এই কারণে দুর্ঘটনা ঘটে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক