ঢাকা ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২১
বরিশালের উজিরপুর উপজেলার সাতলা চৌমোহনী রাস্তার কচা নদীর ওপর ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ব্রিজের গার্ডার ভেঙে পড়েছে। শনিবার বেলা ২টায় ব্রিজের মাঝ বরাবর ৪৫ মিটার দৈর্ঘ্যের দুইটি গার্ডার বিকট শব্দে নদীতে পড়ে যায়। এ সময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, ভেঙে নয়, ক্রেন দিয়ে তোলার সময় অসাবধনতাবশত নদীতে পড়ে যায়।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি উপজেলার সাতলা চৌমোহনী রাস্তার কচা নদীর ওপর ৬ হাজার ৩শ’ মিটার চেইনেজ ৪০৫ মিটার পিসি গার্ডার ব্রিজ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। ওটিবিএল নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ব্রিজটির কার্যাদেশ পেয়ে কাজ শুরু করে। চলতি বছরই প্রধানমন্ত্রীর ব্রিজটি উদ্বোধন করার কথা রয়েছে।
স্থানীয় রুহুল আমিন, মাছুম হাওলাদার ও জাহাঙ্গীর শেখ বলেন, বেলা ২টার দিকে বিকট শব্দে ব্রিজের ২টি গার্ডার ভেঙে নদীতে পড়ে যায়। এ সময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মনে হচ্ছে নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণের কারণেই এ দুর্ঘটনা ঘটতে পারে। এ সময় একজন শ্রমিক আহত হয় বলেও জানান তারা।
স্থানীয় চেয়ারম্যান মো. শাহিন জানান, গার্ডার দু’টি স্থাপন করার সময় তা নদীতে পড়ে যায় বলে জানতে পেরেছেন। তবে ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বরিশালের নির্বাহী প্রকৌশলী শরীফ মো. জামাল উদ্দিন বলেন, সেতু নির্মাণে কোনো অনিয়ম হয়নি। গার্ডার এক জায়গায় তৈরি করে তারপর পিলারের ওপর স্থাপন করতে হয়। লিফটিং-শিফটিংয়ের সময় এমন দুর্ঘটনা ঘটতেই পারে। দুটি গার্ডার পিলারের ওপর স্থাপনের সময় সংশ্লিষ্টদের ভুলে নদীতে পড়ে গেছে।
নদীতে পড়ে যাওয়া গার্ডার দুটি রিজেক্ট করে দেয়া হয়েছে। ঠিকাদারকে নতুন গার্ডার নির্মাণ করে সেখানে স্থাপনের নির্দেশ দেয়া হয়েছে। ওই গার্ডারের বিলও পরিশোধ করা হয়নি বলে জানান নির্বাহী প্রকৌশলী।
ওটিবিএল কোম্পানির প্রজেক্ট ম্যানেজার সৈয়দ মনিরুল ইসলাম জানান, প্রতিটি পিলারের মাঝে ৪৫ মিটার করে ৫টি গার্ডার স্থাপন করা হয়েছিল। মাঝ বরাবর ক্রেনের মাধ্যমে একটি গার্ডার সরাতে গিয়ে যান্ত্রিক ত্রুটির কারণে ২টি গার্ডার নদীতে পড়ে যায়। এটি দুর্ঘটনা ছাড়া আর কিছুই নয়।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক