ঢাকা ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২২
নবকন্ঠ ডেস্ক, বরিশাল:: বরিশাল জেলার উজিরপুর উপজেলায় অভিযান চালিয়ে চোরাইকৃত ইজিবাইক ও ব্যাটারিসহ চোর চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে র্যাব-৮। গ্ৰেফতার ওই মূলহোতার নাম মো. রাজিব হাওলাদার (৩০)। তিনি উজিরপুর উপজেলার গরিয়াগাবা গ্ৰামের মৃত জাকির হাওলাদারের ছেলে। সোমবার (১২ ডিসেম্বর) সকাল পৌনে ১০ টায় র্যাব-৮ এর বরিশাল সদর দফতর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে জানান মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, জেলার উজিরপুর উপজেলার নরসিংহা গ্ৰামের মোঃ সুলতান ফকিরের ছেলে মোঃ খলিলুর রহমানের একটি ইজিবাইক (১১ ডিসেম্বর) দুপুরে নিজ এলাকা থেকে চুরি হয়ে যায়। অনেক খোজা-খুজির এক পর্যায়ে খলিল বরিশাল র্যাব-৮ এর কাছে অভিযোগ দিয়ে সহায়তা চায়।
এরই ধারাবাহিকতায় র্যাবের একটি দল মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে অভিযান চালিয়ে ওইদিন বিকেলে উজিপুর থানার জয়শ্রী বাজার এলাকা সংলগ্ন মেসার্স মা অটো অ্যান্ড চায়না ব্যাটারি দোকানের সামনে থেকে ইজি বাইকের ৫টি ব্যাটারি ও ইজিবাইক উদ্ধারসহ মো. রাজিব হাওলাদারকে গ্ৰেফতার করে।
পরে গ্রেফতারের বিরুদ্ধে মামলা দায়ের শেষে উজিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক