ঢাকা ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০২২
নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার বোরহানউদ্দিন উপজেলাধীন মেঘনা নদীতে ইলিশ মাছ শিকার করার দায়ে স্থানীয় ১৪ জন জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও পুলিশ সদস্যরা।
এসময় ওই জেলেদের কাছ থেকে ৩টি নৌকা ও প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। আটককৃত জেলেরা বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।
আটককৃতদের মঙ্গলবার (১২ই এপ্রিল) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান জরিমানা করেন। তাদের কাছ থেকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জানান, মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। ওই সময় নদীতে মাছ শিকার করার সময় ১৪ জেলেকে ৩টি নৌকা ও জালসহ আটক হন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক