ঢাকা ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৫ পূর্বাহ্ণ, মে ১১, ২০২৩
নবকন্ঠ ডেস্ক, বরিশাল:: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আজ আদালতে হাজির করেছেন দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবলিটি ব্যুরো (এনএবি)। আদালতে হাজির করার পর তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করেন এনএবি।
কিন্তু এনএবি’র রিমান্ড আবেদনের প্রেক্ষিতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবলিটি ব্যুরো (এনএবি) ইমরান খানকে ১৪ দিনের রিমান্ডে চায়।
পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি অর্ডিন্যান্স, ১৯৯৯-এর নতুন সংশোধনীতে যে কোনো আদালত প্রদত্ত শারীরিক রিমান্ডের সময়কাল ৯০ দিন থেকে কমিয়ে ১৪ দিন করা হয়েছে।
এর আগে এনএবি সূত্র জানায়, আমরা আদালতের কাছে ইমরান খানের সর্বোচ্চ ১৪ দিনের শারীরিক রিমান্ড চাইবো। আদালত অন্তত চার-পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করবেন বলে আশা করা যায়।
গতকাল ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেফতার করা হয় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে। এর পরেই পাকিস্তানের বিভিন্ন জায়গা রণক্ষেত্রে পরিণত হয়। আজকে আদালতে ইমরান খানকে হাজির করা হয়।
এদিকে ইমরান খানের পর তেহরিক-ই-ইনসাফের আরো এক শীর্ষ নেতাকে গ্রেফতার করা হয়েছে। এবার দলটির মহাসচিব আসাদ ওমরকে গ্রেফতার করেছে দেশটির কাউন্টার টেরোরিজম বিভাগ। ইমরান খানকে যে আদালতের প্রাঙ্গণ থেকে গ্রেফতার করা হয়েছে তাকেও সেখান থেকে তুলে নেওয়া হয়।
সূত্র: জিও টিভি
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক