ইন্দুরকানীতে ভ্যান-মোবাইলসহ জনতার হাতে তিন চোর আটক

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২১

নিউজটি শেয়ার করুন

 

ইন্দুরকানীতে জনতার হাতে তিন চোর আটক হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার ঘোষেরহাট বাজার থেকে তাদের আটক করা হয় ।

 

আটককৃতরা হলো দক্ষিন ইন্দুরকানী গ্রামের সাব্বির (২৩), সেউতিবাড়িয়া গ্রামের আলী আকবর (২৬), একই গ্রামের সাগর (২৫) । ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন ।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ব্যাটারি চালিত একটি চোরাই ভ্যানসহ সাব্বির এবং ইন্দুরকানী বাজার থেকে দুইটি মোবাইল ফোনসহ আলী আকবর ও সাগরকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করে।

 

ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, চুরি ঘটনায় ৩ জনকে আটক করে পিরোজপুর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে । সংঘবদ্ধ চোরাই চক্র গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে ।

 

উল্লেখ্য এ উপজেলার বিভিন্ন বাড়ি ঘরে ঢুকে চেতনা নাশক স্প্রে ব্যবহার করে সবাইকে অচেতন করে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় সংঘবদ্ধ চোরাই চক্রগুলো। এছাড়া ব্যাটারি চালিত ইজিবাইক, অটোরিক্সা, ভ্যান গাড়ি ও সুপারি চুরি করে নিয়ে যায়। গত ৬ মাসে এ উপজেলায় প্রায় শতাধিক চুরি সংঘটিত হয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী ।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ