ঢাকা ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, মে ৩১, ২০২৩
ছয়বার ফাইনালে উঠে ছয়বারই শিরোপা উৎসব করেছে সেভিয়া। গৌরবের রেকর্ডটা অক্ষুণ্ন রাখার ব্রত নিয়ে ইউরোপা লিগে আজ আরেকটি ফাইনাল খেলতে নামবে স্পেনের ক্লাবটি। প্রতিপক্ষ হলো ইতালিয়ান ক্লাব এএস রোমা। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।
ইউরোপীয় ফাইনালে হারের অতীত নেই কিন্তু রোমা কোচ হোসে মরিনহোরও। দুটি চ্যাম্পিয়নস লিগসহ পাঁচে পাঁচ জয় তার! নিজের অভিষেক মৌসুমেই ইতালিয়ান সিরি আ’র দলটিকে ইউরোপা কনফারেন্স লীগ জেতান পর্তুগিজ কোচ। দ্বিতীয় মৌসুমে রোমাকে ইউরোপা লীগ ফাইনালে ওঠান ‘দ্য স্পেশাল ওয়ান’। টানা সাফল্যে রোমা সমর্থকদের হৃদয়েও জায়গা করে নিয়েছেন মরিনহো।
ভক্ত-সমর্থকদের ভালোবাসার প্রতিদান দিতে চান মরিনহো। রোমা ফ্যানদের জন্য জিততে চান ইউরোপা লীগ শিরোপা। বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় দুই দলের শিরোপার লড়াই। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মরিনহো বলেন, ‘আমার কী অর্জন হবে, সেদিকে মনোযোগ দিচ্ছি না।
শুধু রোমা ভক্তদের আনন্দিত দেখতে চাই। এটা এমন একটা শহর, যার জনগোষ্ঠী ফুটবলের জন্যই বাঁচে।’
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক