আসামির হামলায় পিরোজপুরে ৫ পুলিশ সদস্য আহত

প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২১

আসামির হামলায় পিরোজপুরে ৫ পুলিশ সদস্য আহত
নিউজটি শেয়ার করুন

 

পিরোজপুর : পিরোজপুরে চুরি মামলার আসামি ধরতে গিয়ে হামলায় স্থানীয় থানার ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলার সাথে জড়িত থাকার অভিযোগে ৭ জনকে আটকের পাশাপাশি তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে হামলা ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মো আজাদ হোসেন।

 

তিনি জানান, সম্প্রতি সিভিল সার্জন অফিসের ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) চুরির ঘটনার ঘটে।

 

এ ঘটনায় একটি চুরির মামলা হলে রোববার (২৪ জানুয়ারি) রাত ২টার দিকে পিরোজপুর পৌরসভার কুমারখালী এলাকায় মামলার আসামি মেহেদী হাসান শিকদারকে আটক করতে যায়। এ সময় আসামির নেতৃত্বে ১০/১২জন মিলিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে অভিযানে থাকা ৫ পুলিশ সদস্য আহত হন।

 

আহতরা হলেন, এসআই সৈকত হাসান সানি, এসআই মাহমুদুল হাসান, এএসআই সাইফুল ইসলাম, এএসআই খায়রুল হাসান ও পুলিশ সদস্য মারুফ হোসেন। হামলায় গুরুতর আহত পুলিশের এএসআই মো. খায়রুল হাসান ও পুলিশ সদস্য মারুফ হোসেন জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

 

এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এই অতিরিক্ত পুলিশ সুপার।


নিউজটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ফেসবুক পেজ