আসল পরি’চয় পাওয়া গেল সেই ভু’য়া নবাবের

প্রকাশিত: ১০:০৯ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০২০

আসল পরি’চয় পাওয়া গেল সেই ভু’য়া নবাবের
নিউজটি শেয়ার করুন

 

অবশেষে নিজেকে নবাব স্যার সলিমু’ল্লাহর নাতি হিসাবে পরিচয় দেওয়া সেই ভু’য়া নবাব খা’জা আলী হাসান আস’কারীর আসল পরিচয় পাওয়া গিয়েছে।

 

বিহারি বংশোদ্ভূত এই ভু’য়া নবাবের নাম কামরুল ইসলাম হৃদয়। তার বাবার নাম আবদুস সালাম। হৃদয়ের মায়ের মৃ’ত্যুর পর দ্বিতীয় বিয়ে করে আব্দুস সালাম এখন কামরাঙ্গীর চরে একটি ভাড়া বাসায় বসবাস করেন।

 

এ ছাড়া ভুয়া নবাবের সহযোগী হিসেবে গ্রে’ফতা’র হওয়াদের মধ্যে আহাম্মদ আলী, রাজা ও রানা তার আপন তিন ভাই। অন্যদিকে মামুন নামে এক ব্যক্তির স্ত্রী মেরিনা আক্তারকে ভা’গিয়ে এনে বিয়ে করেছিলেন ভুয়া নবাব। এফি’ডেভিট করে নবাব’পত্নীর নাম দিয়েছিলেন হেনা আস’কারী।

 

সর্বশেষ ভুয়া নবাব, তার স্ত্রী ও এক শ্যালকের বিরুদ্ধে চুয়াডাঙ্গায় নতুন একটি প্র’তার’ণা মামলা করেছেন এক ব্যক্তি। বিদেশ পাঠানো ও চাকরি দেওয়ার কথা বলে ওই ভুক্তভোগীর কাছ থেকে তারা ১৪ লাখ টাকা হা’তিয়ে নিয়েছিলেন বলে মাম’লায় অভি’যোগ।

 

তদন্তসংশ্লিষ্টরা বলছেন, নবাব এস্টেটের সম্পত্তি দখলের পাশাপাশি এ ভুয়া নবাবের টার্গেট ছিল মাদ্রাসার শিক্ষক। সহজ সরল মানুষদের মাধ্যমেই বিস্তার করতেন নিজের প্রতা’রণা’র জাল। তবে মূল টার্গেট ছিল নবাব এস্টেটের সম্পত্তি দখল। এ কারণে জন্মনিবন্ধনের ভিত্তিতে তৈরি করেছিলেন পাসপোর্টও। জন্মনিবন্ধন ও পাসপোর্ট দিয়ে তৈরি করেছিলেন জাতীয় পরিচয়পত্র। এর আগে শফিকুল ইসলাম নামে প্রতা’র’ণা করেছিলেন এ ভুয়া নবাব।

 

এ বিষয়ে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ‘ভু’য়া নবা’বের আ’সল পরিচয় পাওয়া গেছে। রিমা’ন্ডের জিজ্ঞা’সাবাদে তিনি আসল পরিচয় প্রকা’শে অস্বীকার করলেও আমরা তার আত্মীয়স্ব’জনকে খুঁ’জে বের করেছি।’


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ