ঢাকা ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২১
স্কুলে দেয়া উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন বিস্কুট খেয়ে এক বছরের শিশু জুনায়েত মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তালতলী উপজেলার হাড়িপাড়া গ্রামে সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার হাড়িপাড়া গ্রামের আব্দুল জলিল হাওলাদারের শিশুপুত্র জাকারিয়া কড়াইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে লেখাপড়া করত। গত ১৩ ডিসেম্বর জাকারিয়াকে স্কুল থেকে উচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ বিস্কুট দেয়া হয়।
সোমবার সকালে মা মল্লিকা বেগম শিশুপুত্র জাকারিয়া ও এক বছরের শিশু জুনায়েতকে ওই স্কুলের বিস্কুট খেতে দেয়। ওই বিস্কুট খাওয়ার সাথে সাথে শিশু জুনায়েত অসুস্থ্য হয়ে পড়ে। তাৎক্ষণিক স্বজনরা শিশুটিকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক ডা: সাদিয়া রাখি মাটি শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মা মল্লিক বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘স্কুলে দেয়া বিস্কুট খাইয়া মোর পোলাডা মারা গেছে।’ প্রতিবেশী আব্দুল মজিদ বলেন, বিস্কুট খেয়ে শিশুটির নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। তাৎক্ষণিক শিশুটিকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। ওই হাসপাতালের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেছেন। কড়াইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোসা: বিউটি বেগম তৃতীয় শ্রেণির ছাত্র
জাকারিয়াকে বিস্কুট দেয়ার নিশ্চিত করে বলেন, উচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ ওই বিস্কুট ৫ বছরের নিচের শিশুদের খাওয়ানো নিষেধ রয়েছে। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: সাদিয়া রাখি মাটি বলেন, ধারণা করা হচ্ছে- শিশুটির শ্বাসনালীতে বিস্কুট আটকে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গেছে। তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক