আমতলীতে জমি বিরোধের জেরে ৩ জনকে পিটিয়ে আহত

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২০

আমতলীতে জমি বিরোধের জেরে ৩ জনকে পিটিয়ে আহত
নিউজটি শেয়ার করুন

 

বরগুনা জেলার আমতলী থানায় জমি জমা বিরোধের জের ধরে ফিল্ম স্টাইলে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার (২৮অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় নিজ পল্লান বাড়ির ভিতরে বসে এ হামলা চালানো হয়।

 

আহতরা হলো ওই থানার গুইলশা খালী গ্রামের বাসিন্দা মৃত আবদুল মজিদ পল্লানে ছেলে আলম পল্লান তার ছেলে ফতে আলি ও স্ত্রী ফিরোজা বেগম। আহতদেরকে আঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে।

 

আহতের স্বজনরা অভিযোগ করে বলেন, একই গ্রামের বাসিন্দা মৃত বন্দে আলির ছেলে রাজ্জাক পল্লানের সাথে জমি জমা নিয়ে দীর্ঘ দিন যাবত বিরোধ চলে আসছিল। এক মাস আগেও জমি থেকে জোর করে গাছ কেটে নেয় । এ নিয়ে উভয়ের মাঝে দন্দ্ব বিরাজোমান ছিলো । ঘটনার দিন রাজ্জাক পল্লান জোর করে জমি দখল করতে চাইলে তাতে বাধা দেয় আলম। পরে ক্ষিপ্ত হয়ে রাজ্জাকের নেতৃত্বে ছেলে হাই , জাবেদ ও স্ত্রী নুরি বেগম সহ ৮/৯ জন সন্ত্রাসীরা দেশীও অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপরে হামলা চালিয়ে পিটিয়ে আহত করে।

 

স্থানীয়রা আহতদেরকে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন । পরে আহতদের অবস্থার অবনতি হলে সেখানকার কর্মরত চিকিৎকরা শেবাচিমে প্রেরণ করেন ।বর্তমানে তারা এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে । ফিরোজাকে লাঞ্চিত করা হয়েছে এবং উল্টো ফাসানোর জন্য নিজেদের মাথা কেটে হাসপাতালে ভর্তি হয়েছে বলেও জানা গেছে।

 

তাদের শরীলে আঘাতের চিহ্ন রয়েছে। তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে। এ নিয়ে আমতলী থানার মামলা করার প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনেরা জানান


নিউজটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ফেসবুক পেজ