ঢাকা ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২২
আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলা ৭টি অবৈধ ড্রাম চিমনি এবং কাঠপোড়ানো অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত ১৪ লাখ টাকা জরিমানা ও ড্রাম চিমনি গুরিয়ে দিয়েছে বরিশাল পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরিন হক। রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, বরিশাল পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরিন হকের নেতৃত্বে উপজেলার চাওড়া ইউনিয়নের তালুকদার বাজারের এইচআরটি ব্রিকস, একই ইউনিয়নের মোস্তফাপুর এলাকার এমএসবি ব্রিকস, আমতলী সদর ইউনিয়নের মহিষডাঙ্গা গ্রামের এমসিকে ব্রিকস, কুকুয়া ইউনিয়নের কৃষ্ণনগর এলাকায় আরএমকেএস ব্রিকস, রায়বালা এলাকায় এডিবি ব্রিকস, একই এলাকার মৃধা ব্রিকস, খাকদান এলাকায় মেসার্স ফাইব স্টার ব্রিকস নামে মোট ৭টি ইটভাটাতে অভিযান পরিচালনা করা হয়। এছাড়া ওই ইটভাটা গুলোর ড্রাম চিমনি ভেঙ্গে ফেলাসহ ইটভাটার সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অবৈধ ড্রাম চিমনি ও কাঠ পোরানোর অপরাধে প্রতিটি ভাটাকে ২ লক্ষ টাকা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
পরিবেশ অধিদফতর বরিশাল ও ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরিন হক বলেন, এসকল অবৈধ ভাটার খবর পেয়ে পরিবেশ অধিদপ্তরের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৭টি অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১৪ লক্ষ টাকা জরিমানা করাসহ ড্রাম চিমনি ভেঙ্গে ফেলে ইটভাটার সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক