আত্রাইে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৩

নিউজটি শেয়ার করুন

 

আল আমিন মিলন, আত্রাই প্রতিনিধি :নওগাঁর আত্রাইয়ে প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্র ও প্রজন্মের মেলার আয়োজনে বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএমটি কলেজে বিনামূল্য চক্ষু চিকিৎসা ও ছানী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৭ অক্টোবর) সকাল ৯ টায় বান্দাইখাড়া টেকনিক্যাল এন্ড বিএমটি কলেজে ফ্রি চক্ষু চিকিৎসা ও ছানী বাছাই ক্যাম্প চলাকালীন সময়ে অনুষ্ঠানে প্রজন্মের আলোর সম্পাদক ও বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএমটি কলেজের অধ্যক্ষ রোটারিয়ান মোঃ আব্দুর রহমান রিজভীর সভাপতিত্বে প্রাধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাটকালুপাড়া ইউনিয়ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন ।

 

 

বিশেষ অতিথি ছিলেন প্রজন্ম মানবিক অথিবার উন্নয়ন কেন্দ্রর নির্বাহী পরিচালক ও প্রজন্মের আলোর নির্বাহী সম্পাদক তাহেরা এনায়েত করিম।

 

 

অধ্যক্ষ রোটারিয়ান মোঃ আব্দুর রহমান রিজভী বলেন,এখানে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা,চিকিৎসা সেবা ও ছানি অপারেশন,বিনামূল্যে ঔষধ,কালো চশমা,ছানী অপারেশন ও বিদেশি লেন্স সংযোগসহ ক্যাম্পের দিনে ভর্তি রোগীদের নওগাঁ ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট হাসপাতালে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন,অত্র কলেজের প্রভাষক জাকিরুল ইসলাম,আবু রেজা,পারভেজ,রিপন সরদার,মোঃ আবু বকর সিদ্দিক,খালেক হাসান,আফাজ উদ্দীন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন কাজল,প্রচার সম্পাদক মোঃ নাহিদুল ইসলাম (নাহিদ),যুব ও ত্রুীড়া সম্পাদক শিশির সাহা,সদস্য মোঃ নাজমুল হোসেন সেন্টু ,প্রজন্মের আলো ও প্রজন্মের মেলার ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল্লাহ আলমাস বিন রহমান তানভীর, প্রজন্মের আলো ও প্রজন্মের মেলার ডিজিটাল কন্টেন্ট এডিটর আব্দুল্লাহ আল মাসুদ বিন রহমান তন্ময় প্রমুখ।

 

 

ফ্রি চক্ষু চিকিৎসা ও ছানী বাছাই ক্যাম্পে ৬শতাধিক চোখের রুগীর সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা,চিকিৎসা প্রদান করা হয়।

 

 

এদর মধ্যে ৮৭ জন রুগীর ছানি সনাক্ত করে নওগাঁ ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট হাসপাতালে বিনা মূল্যে ছানী অপারেশন সুপারিশ করা হয়।

 

 

 

এছাড়া বিনামূল্যে ঔষধ, চশমা প্রদান করা হয়। ক্যাম্পে ভিবিডি ও প্রজন্মের মেলার স্বেচ্ছাসেবীগণ চিকিৎসা সেবাই সহায়তা প্রদান করেন।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ