ঢাকা ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৬ পূর্বাহ্ণ, নভেম্বর ৮, ২০২০
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এই সপ্তাহের শুরুতে ভয়াবহ হামলার জেরে জাতীয় নিরাপত্তার হুমকিস্বরূপ একটি মসজিদ বন্ধ করে দেওয়া হচ্ছে। পরবর্তীতে আরও মসজিদ বন্ধের ঘোষণা আসতে পারে বলে গতকাল শুক্রবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।
মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী কার্ল নেহামার এবং ইন্টিগ্রেশন মন্ত্রী সুসান রবাবের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য শিগগিরই দেওয়া হবে।
অস্ট্রিয়ার আনুষ্ঠানিকভাবে স্বীকৃত ইসলামিক ধর্মীয় সম্প্রদায়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর আমরা একটি মসজিদ বন্ধ করে দিচ্ছি।’ ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ধর্মীয় মতবাদ এবং এর গঠনতন্ত্রের নিয়ম ভাঙায় মসজিদটি বন্ধ করে দেওয়া হচ্ছে।’
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা’র প্রতিবেদনে বলা হয়, গত সোমবার ভিয়েনায় চারজনকে হত্যা করে হামলাকারীরা, যা গত কয়েক দশকে দেশটিতে সবচেয়ে বড় হামলার ঘটনা। এই হত্যাকাণ্ডের জন্য মূলত দায়ী করা হচ্ছে কুজতিম ফেজযুলাই নামে ২০ বছর বয়সী এক তরুণকে। পুলিশের গুলিতে অস্ট্রিয়ান ওই তরুণ নিহত হয়েছেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক