ঢাকা ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ণ, মে ২৭, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভাব-অনটনের চাপ সহ্য করতে না পেরে একসঙ্গে বিষপান করে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন। রোববার (২৫ মে) রাতে উপজেলার লালপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন আল আমিন (২৫) ও তার স্ত্রী জরিনা বেগম (২০)।
নিহত আল আমিন (২৫) ওই এলাকার নান্নু মিয়ার ছেলে ও জরিনা (২০) একই ইউনিয়নের নোয়াপাড়ার ইদ্রিস মিয়ার মেয়ে। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
জানা গেছে, আল আমিন পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন। অভাব-অনটন ও সংসারের টানাপোড়নে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন তারা। কয়েক দিন আগে কিস্তিতে কেনা ইজিবাইক বিক্রি করে দেন আমিন, যার পর থেকেই শুরু হয় পারিবারিক কলহ।
জরিনার ভাই আনোয়ার হোসেন জানান, পরিবারে অভাব ও দাম্পত্য টানাপোড়েনের কারণে মানসিক চাপে ছিলেন তারা। হতাশা থেকে দুজনই চালের পোকা মারার বিষ (কেরি টেবলেট) খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরিনা জরুরি বিভাগেই মারা যান। পরে আল আমিনও মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অভাব ও মানসিক যন্ত্রণার কারণেই তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক