Do what your heart tells you

প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৩

Do what your heart tells you
নিউজটি শেয়ার করুন

 

 

আমাদের ভালোলাগাকে প্রাধান্য দিতে গিয়ে আমরা প্রতিনিয়ত কত কিছুই না করি। যার জন্য আমাদের সম্প্রদায়ের একটা অংশ হতে প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে কটু কথা শুনতে হয়। এমনও কিছু ব্যক্তি থাকেন,যাদের গুরুদায়িত্ব হল পরিবার কিংবা শুভাকাঙ্ক্ষীদের প্রভাবিত করে আমাদের উপর চাপ সৃষ্টি করা। এমনকি নিজেদের উচ্চতার আসনে আসীন করতে দু’চাট্টি অতিরিক্ত শব্দ কিংবা বাক্যাংশ যুক্ত করেন তো বটেই! ফলস্বরূপ, আমাদের অনেকেই ইচ্ছুক বিষয়গুলো করতে বাধাগ্রস্তের শিকার হয়।

 

 

 

তারা নিজেদের বিকাশ সাধনে বাধাগ্রস্তের কবলে পড়ে। এতে আমাদের অনেকেরই ঐ সম্প্রদায়ের প্রতি একটা নেতিবাচক ধারণার উৎপত্তি হয়। আমরা নিজেদের তৃপ্তির কাজগুলো আস্তে আস্তে গুটিয়ে নিতে শুরু করি। ভুগতে হয় ডিপ্রেশন নামক একটা টক্সিক রোগে।

 

 

 

যাইহোক, মূল কথায় আসি। আপনি যদি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি হন,যদি আপনার নিজের ভালো-মন্দ বিচার করার ক্ষমতা বিদ্যমান থাকে,তাহলে আপনি সেটাই করুন যে কাজটি করে আপনি তৃপ্তি অনুভব করবেন। যে কাজ আপনার অন্তরে প্রশান্তির যোগান দেবে।

 

 

আপনি সেই কাজটি করুন যে কাজটি করে দিনশেষে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে যেন বলতে পারেন,আমি তো বেশ ভালোই আছি!
মোদ্দাকথা আপনি তাই করুন,যা আপনার হৃদয় বলে।

 

লেখকঃ মোহাম্মদ মিনহাজ উদ্দীন রাহাত
শিক্ষার্থীঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ