ঢাকা ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৭ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০২১
মহামারি করোনার সংক্রমণ কিছুটা কমে যাওয়ায় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া হলেও আবারও এ মহামারির প্রকোপ বেড়ে যাওয়ায় দুশ্চিন্তা দেখা দিয়েছে। শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকসহ সকলের মধ্যেই প্রশ্ন করোনার মধ্যে আসলেই কি স্কুল-কলেজ খুলছে?
কিন্তু সেই প্রশ্নের উত্তর এখনও পর্যন্ত জানা নেই সরকারের ২ মন্ত্রণালয়ের। ৩০ মার্চ শিক্ষা প্রতিষ্ঠান খোলে দেওয়ার কথা ছিল।
আগামী ৩০ মার্চের আগে করোনার পুরো পরিস্থিতি দেখে সরকারের উচ্চ পর্যায় থেকেই শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত আসবে। তবে সেজন্য অন্তত অপেক্ষা করতে হবে আরও এক সপ্তাহ।
গত বছরের ৮ মার্চ দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর ১৮ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই সময়ে অনলাইনে এবং সংসদ টিভিতে শ্রেণি কার্যক্রম চালু রাখে সরকার।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক