বোনের সঙ্গে অভিমান করে ভাইয়ের আত্মহত্যা

প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২১

বোনের সঙ্গে অভিমান করে ভাইয়ের আত্মহত্যা
নিউজটি শেয়ার করুন

 

রাত জেগে মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করায় চট্টগ্রামে বড় বোনের সঙ্গে অভিমান করে ইমন হোসেন খান (১৫) নামে এক কিশোর ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার ভোরে ডবলমুরিং থানার রশিদ বিল্ডিং ২নং গলির আমির সওদাগরের ভাড়া বাসা থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ।

 

নিহত ইমন পিরোজপুর জেলার নাজিরপুর এলাকার তেঁতুলিয়া গ্রামের শাহাবুদ্দিন খানের ছেলে। চট্টগ্রামে বোনের বাসায় থেকে একটি চায়ের দোকানে কাজ করত সে।

 

পুলিশ সূত্র জানায়, রাত জেগে মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করায় ঘরের চালের সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে ইমন। সকালে ঘুম থেকে ডাকতে গেলে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

 

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, দোকানে কাজ শেষ করে বাসায় ফিরে গভীর রাত পর্যন্ত মোবাইল নিয়ে ব্যস্ত থাকত ইমন। এ নিয়ে তাকে বকাঝকা করত তার বড় বোন রুবিনা আক্তার। বৃহস্পতিবার রাতেও তাকে বকা দিয়েছিল। অভিমান করে আত্মহত্যা করেছে বলে পরিবারের দাবি। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


নিউজটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ফেসবুক পেজ