কলাপাড়ায় গৃহ-পরিচারিকে শ্লীলতাহানি, ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২১

কলাপাড়ায় গৃহ-পরিচারিকে শ্লীলতাহানি, ব্যবসায়ী আটক
নিউজটি শেয়ার করুন

 

পটুয়াখালীর কলাপাড়ায় এক গৃহ-পরিচারিকাকে শ্লীলতাহানির অভিযোগে মো. শফিউদ্দিন (৫০) নামে এক ব্যবসায়ীকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

 

গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে পৌর শহরের পশু হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় ওই দিন রাতে থানায় একটি মামলা হয়েছে।

 

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. আসাদুর রহমান জানান, ১৭ বছরের ওই নারী বিভিন্ন বাসা-বাড়িতে গৃহ-পরিচারিকার কাজ করে আসছে। তাকে ফুসলিয়ে শফিউদ্দিন পশু হাসপাতাল সংলগ্ন একটি দোকানের পিছনে নিয়ে শ্লীলতাহানি চেষ্টা করে।

 

এতে গৃহ-পরিচারিকা চিৎকার করলে স্থানীয় লোকজন ব্যারিকেড দিয়ে গৃহ-পরিচারিকাকে উদ্ধার করে শফিউদ্দিনকে পুলিশে সোপর্দ করেছে। বুধবার সকালে আটককৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

 


নিউজটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ফেসবুক পেজ