ঢাকা ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২১
বরগুনা : প্রেমের প্রলোভন দেখিয়ে ধর্ষণ শেষে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একমাত্র আসামি শাহিনকে (৪০) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছে। অনাদায়ে আরও ১ বছর সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে। আসামি শাহিনের উপস্থিতিতে বিচারক মোঃ হাফিজুর রহমান এ রায় দেন।
২০০৮ সালের ৩১ মে বরগুনা শহরের প্রয়াত আইনজীবী সফিজ উদ্দিনের ছেলে শাহিন এক কিশোরীকে প্রেম ও বিয়ের প্রলোভন দেখিয়ে ঢাকা নিয়ে যাবার কথা বলে শহরের উত্তরপাড়ে ভূতমারা গ্রামে পরিত্যক্ত ইটের ভাটায় নিয়ে ধর্ষণ করে। পরে কুপিয়ে রক্তাক্ত জখম করে মৃত ভেবে ফেলে রেখে যায়।
ওই কিশোরী বাদী হয়ে মামলা দায়ের করে। মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন এপিপি আশ্রাফুল ইসলাম। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট ওয়াসিম মতিন ও অ্যাডভোকেট মজিবুল হক কিসলু।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক