করোনায় ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২১

নিউজটি শেয়ার করুন

 

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট হাজার ৪০০ জনে।

 

এ সময়ে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪০৭ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৪৫ হাজার ৮৩১ জনে।

 

শনিবার (২৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নতুন করে ভাইরাসটি থেকে মুক্ত হয়েছেন ৬০৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৯৬ হাজার ১০৭ জন।

 

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ১৮৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্য থেকে ১২ হাজার ৩৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার তিন দশমিক ৩০ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪০ লাখ ৩০ হাজার ৬১৬টি।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ