ঢাকা ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২১
ঝালকাঠী : ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ঝাললকাঠির রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসিয়াল গাড়িটি খাদে পড়ে গেছে।
এতে সামান্য আহত হয়েছেন গাড়ীর ভিতরে থাকা রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মোক্তার হোসেন ও তার গাড়িচালক মো. সহিদ। পড়ে গাড়িটি খাদ থেকে উঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন।
এ সময় তিনি জানান, বৃহস্পতিবার সকালে রাজাপুর থেকে বরিশালের উদ্দেশ্যে গাড়িতে চরে রওনা হন তিনি। পথে সকাল সাড়ে ৭ টার দিকে ঘন কুয়াশার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির রায়াপুর এলাকায় সড়কের পাশেরি একটি খাদে পড়ে যায়।
এতে আমি হাতে সামান্য ব্যথা পেয়েছি। গাড়িচালক সহিদও ব্যথা পেয়েছে। তবে দুজনই এখন সুস্থ আছি। আর গাড়িটি উদ্ধার করে মেরামতে পাঠানো হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক