ঢাকা ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২১
ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে কলেজ ছাত্রী অপহরণ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাতে উপজেলার গালুয়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। একই সাথে অপহৃত ওই কলেজ ছাত্রীকেও উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি উপজেলার বড়ইয়া ইউনিয়নের পালট গ্রামের মো. হযরত আলীর ছেলে মো. হাফিজুর রহমান রনি (২৭)।
জানা গেছে, কলেজ পড়ুয়া ১৫ বছর বয়সী এক ছাত্রীকে উপজেলা সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন এলাকা থেকে গত ১১ ফেব্রুয়ারি হাফিজসহ অজ্ঞাত ৪ জনে অপহরণ করে। অপহরণের ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে ২০ ফেব্রুয়ারি (শনিবার) দুপুরে হাফিজসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন (মামলা নম্বর ১৭)। মামলার পরেই ঐ রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আল-মামুন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাফিজকে গ্রেপ্তারসহ অপহৃত ছাত্রীকে উদ্ধার করে।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত হাফিজসহ অপহৃত ঐ কলেজ ছাত্রীকে রবিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক