পাথরঘাটায় পেট জোড়া লাগানো শিশুর জন্ম

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২১

নিউজটি শেয়ার করুন

 

বরগুনার পাথরঘাটা উপজেলার পেট জোড়া লাগানো শিশুর জন্ম হয়েছে।

 

২০ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় সৌদিপ্রবাসী হাসপাতালে পেট জোড়া লাগানো দুই শিশুর জন্ম হয়েছে। শিশুদ্বয় জন্মের পূর্বেই মৃত ছিল এবং দুই শিশুই কন্যা সন্তান ছিল বলে হাসপাতালের ব্যবস্থাপক মনিরুজ্জাম জানান।

 

জানা গেছে, উপজেলার চরদুয়ানি ইউনিয়নের হোগলাপাশা গ্রামের মোঃ আল আমিন এর স্ত্রী মোসাঃ সুখী বেগমের প্রসব বেদনা শুরু হলে সৌদিপ্রবাসী হাসপাতালে নিয়ে গেলে পাথরঘাটা সরকারি হাসপাতালের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবুল ফাত্তাহ ও তার স্ত্রী ডাঃ তাছলিমা শারমিন এবং সৌদিপ্রবাসী হাসপাতালের নার্সদের সহযোগিতায় পেট জোড়া লাগানো জমজ শিশু দুটি জটিলতা ছাড়াই সাভাবিক প্রসব করাতে সক্ষম হন।

 

এ ঘটনায় আল আমিনসহ তার আত্মীয় স্বজনরা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমরা মনে করছিলাম আমাদেরকে দূরে কোথাও চিকিৎসার জন্য যেতে হবে। কিন্তু আল্লাহর রহমতে এবং চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় কোন জটিলতা ছাড়াই আমাদের বাচ্চা প্রসব হয়েছে।

 


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ