ঢাকা ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২১
পটুয়াখালী : পটুয়াখালীর বাউফলে পানিতে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পৃথক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাছিপাড়া ইউনিয়নের আনারসিয়া গ্রামের হিরণ খান তার দুই সন্তান হাসিব (২) ও তামান্নাকে (৭) নিয়ে হাত-পা ধোয়ার জন্য পুকুরঘাটে যান। দুই সন্তানকে কিছু সময়ের জন্য ঘাটে রেখে প্রকৃতির ডাকে সাড়া দিতে যান হিরণ। ফিরে এসে সন্তানদের না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে ভাসমান অবস্থায় শিশুদের লাশ উদ্ধার করেন এলাকাবাসী।
এদিকে দুপুরে একই ইউনিয়নের পাকডাল গ্রামের স্কুলশিক্ষক সাইফুল ইসলাম রানার ছেলে অপূর্ব (৫) পুকুর ঘাটে হাত-পা ধোয়ার জন্য নেমে পানিতে ডুবে মারা যায়।
কাছিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, একই দিন পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর ঘটনা মর্মান্তিক।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক