ঢাকা ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২১
পিরোজপুর : পিরোজপুরের মঠবাড়িয়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পালাতক আসামী এমাদুল হক (৪৬) কে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত এমাদুল হক উপজেলার বেতমোর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মকফের আলীর ছেলে।
থানা সূত্রে জানাগেছে, ২০১৮ সালে আদালতে একটি এনজিওর করা টাকা আত্মসাতের মামলায় এমাদুল হকের ৫ বছরের সাজা ও এক লাখ পাঁচ হাজার আটশত টাকা জরিমানা হলে সে আত্মগোপন করে। মঠবাড়িয়া থানার এসআই আসাদের নেতৃত্বে রাতে উপজেলার বেতমোর থেকে তাকে গ্রেফতার করেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান জানান, গ্রেফতাকৃত এমাদুল হককে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক